"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য কে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যেও উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানভ।
উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আমজাদ হোসেন খান। অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি অংশিং মারমা, চট্টগ্রাম পল্লী বিদ্যাৎ সমিতি -২ এর জিএম সরোয়ার জাহান, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুল আলম। উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক সহিদ চৌধুরী, সমাজসেবক শহীদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ তারেকুল ইসলাম, মোহাম্মদ নাফিজ, তাসপিয়া আজিজ, জেসমিন আকতার।
উপস্থিত ছিলেন যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত ও উদ্যোক্তা জুয়েল খান, মোহাম্মদ ওমর, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ জিসান সহ যুব উন্নয়নের প্রশিনার্থী যুব ও মহিলা উদ্যোক্তা সদস্যবৃন্দ।
এর আগে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তারুণ্য, লোক-কারুশিল্প এবং স্বাস্থ্যমেলা ও পিঠা উৎসব উদযাপন করা হয়।
আপনার মতামত লিখুন :