রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে গত ২৮ জানুয়ারি দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিঘাতে নিহত মিনহাজ হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
বাঞ্ছারামপুর উপজেলা বাসীর আহ্বানে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মিনহাজ হত্যার সঠিক ও দ্রুত বিচার চাই। দোষীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে পালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে মিনহাজের বাবা রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সন্তানকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করা করেছে। আমি প্রশাসনের কাছে মিনতি করছি, খুনিরা যেন দ্রুত গ্রেপ্তার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সম্ভাবনাময় তরুণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা একসঙ্গে আওয়াজ তোলেন, আমরা ন্যায়বিচার চাই, হত্যাকারীদের কঠোর শাস্তি চাই!
মিনহাজের এই মর্মান্তিক মৃত্যু তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মনে গভীর শোকের ছায়া ফেলেছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আপনার মতামত লিখুন :