Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

গাংনীতে কিশোর কিশোরীদের নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৯:৪৫ পিএম গাংনীতে কিশোর কিশোরীদের নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোর কিশোরীদের পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আরশাদ আলী, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদিলা আজহার আরশি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় পুষ্টি সচেতনতা, সাইবার সিকিউরিটি ও স্যানিটেশনের উপর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে বিজয়ী হন সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন সম্পর্কে অবহিত করা হয়।

Side banner