নওগাঁর মান্দায় ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ার অভিযোগে দুই মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের এ জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার কোঁচড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জয়নাল আবেদীন ও দুর্গাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে জুয়েল রানা। এদের মধ্যে জয়নাল আবেদীনকে ১ লাখ টাকা ও জুয়েল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা গ্রামের মাঠ থেকে খননযন্ত্র দিয়ে জয়নাল আবেদীন ও মৈনম গ্রামের মাঠ থেকে জুয়েল রানা ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রির করছিলেন। এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে মাটিবহন কাজে ব্যবহৃত ৭টি ট্রাক্টর আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাহ আলম মিয়া বলেন, অনুমোদন ছাড়াই ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করছিলেন জয়নাল আবেদীন ও জুয়েল রানা। এ কারণে বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আটক ৭টি ট্রাক্টর মুচলেকা নিয়ে মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :