নাটোরের গুরুদাসপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় এবং সকাল ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শাহিন আলম নামের একজন নিহত হন।
অপর দিকে ভোর ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় বাসচাপায় অজ্ঞাত এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়।
ওসি ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আপনার মতামত লিখুন :