Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

চাটখিলে কৃষি জমি থেকে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২৩, ২০২৫, ১১:১২ পিএম চাটখিলে কৃষি জমি থেকে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

নোয়াখালীর চাটখিলে কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় মাসুদ আলী (৪০) নামের এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রামনারায়ণপুরের বৈকুন্ঠপুরে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান।
দণ্ডপ্রাপ্ত মাসুদ আলী রামনারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে। তিনি খিলপাড়া বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, মাটি কেটে ও বালু উত্তোলন করে শুধুমাত্র কৃষি জমি নষ্ট করা হচ্ছে না, আশপাশের রাস্তাঘাটও নষ্ট করা হচ্ছে। আমরা এর থেকে স্থায়ী পরিত্রাণ চাই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, অভিযানে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পেয়ে অভিযুক্ত মাসুদ আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে।
এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, চাটখিল থানা পুলিশ, আনসার সদস্য, স্থানীয় ইউপি সদস্যসহ (মেম্বার) এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Side banner