Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে শিশির


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:২৬ পিএম নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে শিশির

নওগাঁয় মাঘের শুরুতে তীব্র শীত অনুভূত না হলেও কয়েক দিন থেকে বেড়েছে শীতের দাপট। গত দু’দিন থেকে দেখা মিলছে না সূর্যের। দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। সেখানে বৃষ্টির মতো ঝরছে শিশির।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।  
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরেই কুয়াশার আড়ালে ঢাকা রয়েছে সূর্য। সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কম থাকলেও রাতে এবং সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো শিশির ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। 
এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। এছাড়া শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে।
এ বিষয়ে নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। এ কারণে ঠান্ডা অনুভব হচ্ছে।

Side banner