Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ধামইরহাটে তারুণ্যের ভাবনায় কর্মশালা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ছাইদুল ইসলাম জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:৪৫ পিএম ধামইরহাটে তারুণ্যের ভাবনায় কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে ধামইরহাট পৌরসভার আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির প্রতিবাদ্য বিষয় ছিল “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”। 
বুধবার (২২ জানুয়ারি) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এর উদ্বোধন করা হয়।
ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত বলেন, ‘দেশের শিক্ষার মান আধুনিকরণের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে আধুনিক ও তথ্যনির্ভর গবেষণার পরিবেশ তৈরি, সৃজনশীলতা, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর ও স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন করে আগামীর আধুনিক বাংলাদেশ দেখাতে চাই।’
জয়পুরহাট সরকারি ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান তিন্নি বলেন, আগামীর বাংলাদেশ হবে বাক-স্বাধীনতা এবং সকল মৌলিক চাহিদা পূরনের এক অনন্য রাষ্ট্র। যা শিক্ষিত তরুণদের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনীতির মধ্য দিয়ে জনবান্ধব, জবাবদিহিতা নিশ্চিত, সম্পূর্ণ দুর্নীতি, মাদক ও বৈষম্য মুক্ত বাংলাদেশ।’
উপজেলা তথ্য সেবা অফিসার ইসকিতা আফরিন বলেন, ‘নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সমাজে বাল্যবিবাহ মুক্ত করে শিশুদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এর পাশাপাশি নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা ও দক্ষ নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে নারীদের ক্ষমতায়নে সকল বাধা অপসারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় তরুণদের ভূমিকা ও ভাবনার বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরতে এই কর্মশালাটি করা হয়েছে। 
তিনি আরও বলেন, পাঁচটি গ্রুপে লেখনীর মাধ্যমে তরুণরা তাদের ভাবনা তুলে ধরে। কর্মশালায় উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা তথ্য সেবা অফিসার  ইসকিতা আফরিন, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সজল কুমার মন্ডল, সেনেটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ,  ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াসমিন, ধামইরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী, আব্দুল্লাহ বিন বেলাল, সাজিদ বিল্লাহ্ প্রমুখ।

Side banner