মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে জাবির হাসান (৯) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। জাবির হাসান উপজেলার তখলপুর গ্রামের পিতা তৈমুর ইসলাম ও রুমা বেগমের সন্তান।
রুমা বেগম ও তৈমুর ইসলাম সন্তান জাবির হাসাসকে নিয়ে গত বৃহস্পতিবার তার নানা আব্দুর রশিদ বিশ্বাসের বাড়িতে বেড়াতে যায়। পিতা তৈমুর ইসলাম স্ত্রী ও সন্তানকে নানা বাড়িতে রেখে ঢাকাতে কর্মস্থলে চলে যায়।
জাবিরের খালা সুমাইয়া জানান, গতকাল বুধবার সকালে পরিবারের অজান্তে জাবির হাসান পাশেই পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে পুকুরের পানির মধ্যে পড়ে থাকতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী জানান, থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :