Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফুলপুরে ভারতীয় চিনি ও জিরাসহ দুই সমন্বয়ক গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২২, ২০২৫, ০৯:০৬ পিএম ফুলপুরে ভারতীয় চিনি ও জিরাসহ দুই সমন্বয়ক গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বুধবার বিকালে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি জানান।
গ্রেপ্তার দুই ছাত্র সমন্বয়ক হলেন জিল্লুর রহমান হৃদয় (২৮) এবং মাসুদ রানা (২৬)।
ওসি আব্দুল হাদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুজনের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা হয়েছে।

Side banner