Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
সরিষাবাড়ীতে

বিপুল হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানুয়ারি ২১, ২০২৫, ০৪:৪৪ পিএম বিপুল হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

আতাউর রহমান বিপুল হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে তারাকান্দি এলাকায় মানববন্ধন ও সমাবেশ করা হয়। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
নিহতের পারিবারিক, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের  আনোয়ার হোসেন এর ছেলে আতাউর রহমান বিপুলকে (৫০) গত শুক্রবার বেলা সাড়ে ১১ টায় তার চাচাতো ভাই আপেল (৪৮) দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আলামিন মিয়া বাদী হয়ে আপেল মিয়াকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আসাদুজ্জামান ওরফে আপেলসহ অন্য আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে তারাকান্দি-ঢাকা মহাসড়কের তারাকান্দি মোরে মানববন্ধন সমাবেশ করা হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া, নিহতের বাবা আনোয়ার হোসেন ওরফে কালু, প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, সরকারি শিক্ষক তাহমিনা আক্তার, শিক্ষক জাহাঙ্গীর আলম, পোগলদীঘা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রভাষক সোহাগ মিয়া, জামায়াত নেতা রিপন মিয়া, তারাকান্দি গ্রামবাসীর পক্ষে মাসুদ মিয়া, আব্দুল হালিম, আনিসুর রহমান , বাচ্চু মিয়া প্রমুখ।
তারাকান্দি গ্রামের বাসিন্দা রাজু মিয়া বলেন, বিপুল হত্যার প্রধান আসামি আপেল সহ সকল  আসামি গ্রেপ্তার দাবি ও ফাঁসির দাবিতে আমরা গ্রামবাসী মানববন্ধন করেছি।
নিহতের বাবা আনোয়ার হোসেন ওরফে কালু বলেন, আমার ছেলেকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের গ্রেফতার ও ফাঁসির দাবি করি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, বিপুল হত্যা মামলার এজাহার নামীয়  ৫ আসামীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই প্রধান আসামি সহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Side banner