Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১

গাইবান্ধায় আবহাওয়া অনুকুলে থাকায় ধানের পরিপুষ্ট সবুজ চারাগাছ


দৈনিক পরিবার | শাহিন নুরী  জানুয়ারি ১৭, ২০২৫, ০৭:৪৮ পিএম গাইবান্ধায় আবহাওয়া অনুকুলে থাকায় ধানের পরিপুষ্ট সবুজ চারাগাছ

গাইবান্ধায় ইরি বোরো ধানের পরিপুষ্ট সবুজ চারাগাছ দেখে বাংলার সোনালি ধান ফলানো কৃষকের মুখে প্রশান্তির হাসি। কয়েক দিনের মধ্যে  ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করবেন গাইবান্ধার  কৃষকরা। আমন ধান ঘরে তোলার পর এবার  প্রচণ্ড শীত উপেক্ষা করে ইরি ধান চাষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবেন গাইবান্ধার সোনালি ফসল ফলানো কৃষকগণ। 
এবার গাইবান্ধা জেলায় ইরি বোরো ধানের ধানের বীজতলা তৈরি হয়েছে ৭১৪০ হেক্টর জমিতে। ইরি-বোরো চাষের গুরুত্বপূর্ণ সময় পৌষ-মাঘ মাস। এ দুই মাস ইরি বোরো জমিতে ধানের চারা রোপণ করতে হয়।চারা রোপণে এসময়ের শৈত্য প্রবাহ ও কুয়াশা চাষীদের দমাতে পারবে না। তাই সারাদেশের মত গাইবান্ধার  কৃষকরাও ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমি প্রস্তুত এ কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় গাইবান্ধায় এবার বীজতলার কোনো ক্ষতি হয়নি। কালবৈশাখীর কবল থেকে নিরাপদে ধান ঘরে তোলার জন্য গাইবান্ধার কৃষকরা এবার আগাম বীজতলা তৈরি করেছিলেন। তাই রোপণও শুরু করবেন অন্যান্য বছরের তুলনায় অনেকটা আগে। জেলা জুড়ে এখন চলছে ধানের জমি প্রস্তুত ও আগাম  রোপণের জন্য মহোৎসব।
গাইবান্ধা জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতর এর উপপরিচালক মো. খোরশেদ আলম জানান  গাইবান্ধা জেলায় এ বছর প্রায় ১ লক্ষ ২৯ হাজার ৩২০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি।

Side banner