গাইবান্ধার ফুলছড়িতে ২৪-২৫ রবি মৌসুমে বিতরণকৃত কৃষি প্রণোদনায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের আগ্রহ বাড়বে আশা কৃষি অফিসের।
কৃষি অফিস জানায়, ২৪-২৫ রবি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে ৩২০ বিঘায় গম, ৪৩০ বিঘায় ভূট্টা, ১৫০০ বিঘায় সরিষা, ২৫০ বিঘায় চিনাবাদাম, ২০ বিঘায় সূর্যমূখী, ৩০ বিঘায় পেঁয়াজ, ১২০ বিঘায় মসূর, ৪০ বিঘায় মূগ, ২০ বিঘায় সোয়াবিন, ৪০ বিঘায় খেসারী, ৩০ বিঘায় অড়হর, ২৫০০ বিঘায় বোরো হাইব্রিড বীজ চাষাবাদের জন্য কৃষকদের মাঝে প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিন্টু মিয়া জানান, প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উচ্চ ফলনশীল দানা জাতীয়, তেল জাতীয়, ডাল এবং মসলা জাতীয় আবাদে ব্যাপকভাবে সম্পৃক্ত করে উক্ত ফসল সমূহের আবাদ বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে। গৃহিত পদক্ষেপের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুষ্টি চাহিদা মিটানোর পাশাপাশি আর্থিক সমৃদ্ধির পথকেও প্রসারিত করবে। শস্য উৎপাদন বৃদ্ধির কার্যক্রমকে কার্যকর ও ফলপ্রসূ করার জন্য প্রণোদনা সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মসূচি বাস্তবায়নের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ফসল চাষাবাদে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এছাড়া পতিত জমি চাষের আওতায় আনার ফলে শস্য নিবিড়তাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ সফলতা বাস্তবায়নে বর্তমানে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদান করে যাচ্ছে।
তিনি আশা করেন, আবহাওয়া অনুকুলে থাকলে এ প্রণোদনা কর্মসূচি উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের আগ্রহ বাড়িয়ে তুলবে।
আপনার মতামত লিখুন :