Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ঝিকরগাছায় কৃষক সংগঠনে অবহতিকরণ সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি  ডিসেম্বর ৩১, ২০২৪, ১০:৪২ এএম ঝিকরগাছায় কৃষক সংগঠনে অবহতিকরণ সভা অনুষ্ঠিত

যশোরাঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষক সংগঠনে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বেনেয়ালী  মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কর্মশালা অনুষ্ঠিত হয়। বেনেয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার কৃষিবিদ আয়ুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, গদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মিজানুর রহমান,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রিয়াদ মাহবুব, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এম আর মাসুদ, কৃষি কর্মকর্তা ইমদাদুল হক।
 এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সফল কৃষি উদ্যোক্তা আনোয়ারা বেগম, মোস্তফা তানজিদ মাহমুদ, মোহাম্মদ মনজুরুল আলম, অলিয়ার রহমান প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণ করেন ৯০জন কৃষক-কৃষাণী।

Side banner