Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

ঝিকরগাছা কৃষক সংগঠনে অবহতিকরণ সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০২৪, ০২:১২ পিএম ঝিকরগাছা কৃষক সংগঠনে অবহতিকরণ সভা অনুষ্ঠিত

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষক সংগঠনে অবহিতকরণ পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত। 
উপজেলা কৃষিবিভাগের আয়োজনে রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে নির্বাসখোলা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, ঝিকরগাছা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার কৃষিবিদ রয়েল হোসেন, কৃষিবিদ হাসানুজ্জামান পরাগ, কৃষক মোহাম্মদ আলী জিন্নাহ, আরিফ হোসেন, হাজিরা খাতুন প্রমুখ।
কর্মশালায় ১২৫ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহণ করেন।

Side banner