কুষ্টিয়া খোকসায় ন্যায্য মূল্যে কীটনাশক সার কিনতে না পারায় কৃষকরা বিক্ষোভ মিছিল বের করে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় এর মাঠ থেকে কৃষকরা বিক্ষোভ মিছিল বের করে। কৃষকদের বিক্ষোভ মিছিলটি খোকসা বাজারের প্রধান সড়ক ঘুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সামনে অবস্থান নেন। এ সময় কৃষকরা স্লোগানে বলেন, সার সেন্টিগ্রেডের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে মানতে হবে কার্যালয় সামনে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।
খবরটি উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন জানতে পেরে কৃষকদের সঙ্গে এসে কথা বলেন কৃষকদেরকে শান্ত হতে বলেন এবং ৮ থেকে ১০ জন কৃষকের একটি প্রতিনিধি দল তার সঙ্গে আলোচনায় বসার জন্য আহ্বান করেন।
উপজেলা নির্বাহী অফিসারের আহবানে সাড়া দিয়ে ৮ থেকে ১০ জন কৃষক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ভিতরে গিয়ে এক থেকে দু'ঘণ্টা বৈঠক করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার তিন থেকে চারজন সারের ডিলার মালিক বৈঠকে ছিলেন।
বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের আশ্বস্ত করেন আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের যে দাবিতে রয়েছে সেটার সমাধান হয়ে যাবে আপনারা সঠিক মূল্যে ডিলারদের কাছ থেকে সার কিনতে পারবেন।
এ সময় কৃষকেরা প্রশ্ন করেন একজনের নামে একাধিক লাইসেন্স রয়েছে এই লাইসেন্সের কারণে তারা সিন্ডিকেট করে সারের দাম বাড়ায়, আমরা সার কিনতে গেলে বলে সার নেই অথচ টাকা বেশি দিতে চাইলে তারা সার দিতে রাজি হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিষয়টি উপজেলা কৃষি অফিসার আব্দুলহ আল নোমান তদন্ত করবেন, আপনাদের যে দাবিতে এখানে এসেছেন আশা করি এক সপ্তার মধ্যে তা সমাধান হয়ে যাবে।
কৃষকদের মধ্যে বেশির ভাগ ছিলেন মালিগ্রাম, শিমুলিয়া ,মানিকাট, কমলাপুর, নারায়ণপুর, বশয়া গ্রামের।
আপনার মতামত লিখুন :