ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১২-৩০ মিনিটে নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার অরুণ কৃঞ্চ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. দিলোয়ার হোসেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল মডেল প্রেসক্লাবের সহ সভাপতি হান্নান আল আজাদ, সাংবাদিক রবিউল আলম ফরাজী, সাংবাদিক মোঃ আবদুল কাইয়ুম, মো. খাইরুল ইসলাম, ফরিদ মিয়া প্রমুখ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ১৩৬৬ মেট্রিক টন ধান। ৪৭ টাকা কেজি দরে ১৫৬৭ মেট্রিক টন সিদ্দ চাউল ও ৪৬ টাকা কেজি দরে ৩৩১মে.টন আতব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভ্যন্তরীণ এই ধান ও চাল সংগ্রহ চলবে। এই কার্যক্রমের চুক্তি সম্পন্ন করা ৭ জন মিলার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :