Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

রাউজানে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | মিলন বৈদ্য শুভ ডিসেম্বর ৩, ২০২৪, ০৭:২৯ পিএম রাউজানে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত 

রাউজানে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার বিনাজুরী ইউনিয়নের পূর্ব ইদিলপুর বনভান্তে ভাবনা কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাং নাছির উদ্দীন। 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবদুচ ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোহাম্মদ দিদারুল আলম, পার্টনার পোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার  কৃষিবিদ আবু কাউসার মোহাম্মদ সরোয়ার। 
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির। উপ সহকারি কৃষি অফিসার চিকু বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি অফিসার কাজী ইয়াছমিন আকতার, অসীম বিকাশ সেন, স্থানীয় কৃষক, বাদল বড়ুয়া। উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ দৌলত। 
বক্তারা বলেন, দেশের মানুষের চাহিদার কথা বিবেচনা করে প্রান্তিক পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। বর্তমানে কম খরচে অধিক মুনাফা হওয়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। 
পরে অতিথিগণ স্থানীয় কৃষকদের মাঠ পর্যায়ের প্রদর্শনী দেখে প্রদর্শনী দেখে কৃষিতে অবদান রাখায় তাদের উৎসাহিত করেন।

Side banner