চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৪- ২৫ অর্থ বছরে আধুনিক প্রযাুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শীর মাঠ দিবস ও কৃষি পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৪ নভেম্বর ) সকাল সাড়ে ১১টায় উপজেলার পার্বতীপুরে ইউনিয়নের দায়েমপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প উপপ্রকল্প পরিচালক মোঃ আমিনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিরেন নাইম হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল, ইব্রাহিম খলিল প্রমুখ।
রিলে ফসল সম্পর্কে বলেন রোপা বা বোনা আমনের জমিতে ধান কাটার ১০-১৫ দিন আগে সরিষা বীজ বপন বা ছিটিয়ে সরিষা আবাদ পদ্ধতিকে রিলে পদ্ধতিতে সরিষা চাষ বলা হয়ে থাকে। রিলে পদ্ধতিতে সরিষা চাষে জমিতে কর্ষণের প্রয়োজন পড়ে না। বিধায় এ পদ্ধতিতে নতুন করে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। যে সব জমি রোপা আমন বা বোনা আমন পরবর্তী সময়ে বোরো আবাদ হয় না এবং মৌসুমি অনাবাদি থাকে সে জমিতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ করা যায়। এছাড়া যে জমিতে কর্তনকালীন সময়ে পানি জমে থাকে না এবং জমিতে কাদা থাকে তাতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ সহজেই করা যায়।
আমরা বাজার থেকে তেল জাতীয় যে পণ্য ব্যাবহার করছি সেটা আসলে তেল নয় ক্ষতিকারক পদার্থ। এসব তেল জাতীয় খাবার মানবদেহের ক্ষতি করে ।একই জমিতে ৩/৪ ফসলভিত্তিক ফসলধারা সরিষা, গম, রোপা আমন সম্পর্কে বিস্তারিত কৃষকদের ধারণা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :