আধুনিক কৃষি পদ্ধতির মাধ্যমে জমির ব্যবহার বৃদ্ধি করে একই জমিতে একসাথে চার ফসল উৎপাদন করে অধিক লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। ওইসব জমিতে এখন একইসাথে আন্ত:ফসল হিসেবে বস্তায় আদা, রসুন, শসা ও বেগুন একসঙ্গে বেড়ে উঠছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রুপুসদী ইউনিয়নের রূপসদী দক্ষিণপাড়া গ্রামের পেশায় শিক্ষক ও কৃষির প্রতি অন্তপ্রাণ সায়েদুজ্জামান ১০ শতক, মাইদুল ইসলাম ৩৭ শতক ও আনিছুর রহমান ২৪ শতক জমিতে এসব ফসলের আবাদ করেন।
সায়েদুজ্জামান উপজেলা কৃষি অফিসের পরামর্শে প্রায় ৮শত বস্তায় আদা চাষ করেছেন। তার বস্তায় আদা চাষের পদ্ধতি ও ফলন দেখতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছে আগ্রহী কৃষক।
জানা গেছে, অল্প পুজিতে তিনি এবার শুধু আদা চাষেই লাখ টাকা আয়ের আশা করছেন। পাশাপাশি করলা, শসা, ঝিঙ্গা সবজিতে আরো লাখ টাকা লাভ হতে পারে।
কৃষক ফরজ আলী বলেন, একই খরচ ও একই সময়ে একসঙ্গে চার ফসল উৎপাদন হচ্ছে। চার ফসল উৎপাদনে সুবিধা হলো এর মধ্যে কোনো ফসলে লোকসান হলে অন্য ফসল থেকে তা পুষিয়ে নেওয়া যায়। উৎপাদনও ভাল হয়। ফলে লোকসানের সম্ভাবনা থাকে না। প্রথমে মুলা, এরপর মরিচ, তারপর বেগুন ও শেষে থাকবে আখ।
তিনি আরো বলেন মরিচ ও বেগুন তুলে বাজারে বিক্রি শুরু করেছি। মরিচ ও বেগুনের দাম ভাল হওয়ায় জমি থেকে প্রতি সপ্তাহে টাকা আসতে শুরু করেছে। এবারও ভাল লাভবান হব। এ বছর আমি উৎপাদন খরচ বাদে প্রায় দেড় লক্ষাধিক টাকা আয় করতে পারে।
তাদের এই ফসল দেখতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। একই জমিতে একসঙ্গে চার ফসল ফলানো যায় এর বাস্তব রূপ এলাকায় বেশ সাড়া ফেলেছে। আগামীতে তার মতো করে আবাদ করতে চান ওই গ্রামের অনেক চাষীরা।
একই গ্রামের কৃষক মাইদুল ইসলাম বলেন, এর আগে যারা এরকম চার ফসল আবাদ করেছে আমি তাদের কাছে পরামর্শ নিই। তিনি আরো বলেন, এক সঙ্গে একাধিক ফসল ফলাতে পারলে স্বল্প সময় ও অল্প খরচে বেশি লাভবান হওয়া যাবে। আগামী মৌসুমে এবারের চেয়ে সমন্বিত পদ্ধতিতে বেশি জমিতে একাধিক ফসলের আবাদ শুরু করব।
বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, কৃষক সায়েদুজ্জামান মতো এভাবে জমির সর্বোচ্চ ব্যবহার করলে দেশের প্রতি ইঞ্চি জমি থেকে ফসল উৎপাদন করা সম্ভব। বাঞ্ছারামপুরের মাটি অত্যন্ত উর্বর। এ মাটিতে সব ধরনের আবাদ করা যায়। কৃষকদের আমরা সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছি। বস্তায় আদা চাষ একটি নতুন পদ্ধতি কৃষকগণ ছায়াযুক্ত স্থানসহ যেকোন পতিত স্থানে সহজ পদ্ধতিতে বস্তায় আদা চাষ করে লাভবান হতে পারেন আমরা প্রযুক্তিগত সহায়তা প্রদান করছি।
আপনার মতামত লিখুন :