Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

লোহাগড়ায় সরকারি সীড স্টোর দখলের চেষ্টা


দৈনিক পরিবার | রাশেদ রাসু নভেম্বর ৬, ২০২৪, ০৭:০৫ পিএম লোহাগড়ায় সরকারি সীড স্টোর দখলের চেষ্টা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে থাকা একটি সরকারি সীড স্টোর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। সরকারি মালিকানাধীন এই সীড স্টোরটি লক্ষীপাশা ইউনিয়নের লক্ষীপাশা মৌজায় অবস্থিত, যা প্রায় ছয় দশক ধরে কৃষকদের বীজ সংরক্ষণ এবং সরবরাহের কাজে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি, নূর আলম নামের একজন ব্যক্তি এই সীড স্টোরটির সাইনবোর্ড ভেঙে ফেলে এবং দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয় উপসহকারী কৃষি অফিসার মোঃ ফরিদ শিকদার। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ১৯৬১-৬৪ সালে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে যশোর অঞ্চলে ৩৪টি সীড স্টোর ও ২টি পিপি গুদাম নির্মাণ করা হয়, যার মধ্যে লোহাগড়া উপজেলার এই সীড স্টোরটি অন্যতম। শুরু থেকেই এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে এবং স্থানীয় কৃষকদের জন্য প্রয়োজনীয় বীজ সংরক্ষণ ও সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। গত প্রায় ৫৯ বছর ধরে এটি সরকারি মালিকানায় থেকে কৃষিসেবা প্রদানে ব্যবহৃত হয়ে আসছে।
স্থানীয় প্রতিক্রিয়া:
এলাকার একজন প্রবীণ কৃষক জানান, "আমরা বহুদিন ধরে এই সীড স্টোর থেকে বিভিন্ন প্রকারের বীজ ও কৃষি সহায়তা পেয়ে আসছি। এটি আমাদের এলাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। কিন্তু সম্প্রতি কেউ এটি দখল করার চেষ্টা করছে, যা খুবই দুঃখজনক। আমরা চাই, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং এই স্থাপনাটিকে সুরক্ষিত রাখবে।"
স্থানীয় এক সমাজকর্মী জানান, “সরকারি সম্পত্তির ওপর এ ধরনের দখলচেষ্টা শুধু আইন বিরোধীই নয়, বরং নৈতিকভাবেও নিন্দনীয়। এটি স্থানীয় কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা এখান থেকে সহজে প্রয়োজনীয় বীজ সংগ্রহ করতে পারেন। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, তারা যেনো দ্রুত ব্যবস্থা নিয়ে দখলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।”
প্রশাসনের প্রতিক্রিয়া ও কৃষি বিভাগের উদ্যোগ:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার মোঃ ফরিদ শিকদার জানান, “কিছুদিন আগে নূর আলম নামে এক ব্যক্তি সীড স্টোরটির সাইনবোর্ড ভেঙে ফেলে এবং জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা চালায়। এই ঘটনা খুবই দুঃখজনক এবং আমরা বিষয়টি নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার জন্য লোহাগড়া থানায় অভিযোগ করেছি।” তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সীড স্টোরটির মাধ্যমে স্থানীয় কৃষকদের সেবা প্রদান করে আসছে, এবং এটি দখল হয়ে গেলে কৃষকরা বিপদে পড়বেন।
এ বিষয়ে লোহাগড়া থানার একজন কর্মকর্তা বলেন, “সরকারি সম্পত্তি রক্ষার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউকে সরকারি স্থাপনা দখল করতে দেয়া হবে না।”
সরকারি সম্পত্তির সুরক্ষা ও এলাকার কৃষকদের দাবি:
এলাকার সাধারণ জনগণ মনে করেন, সরকারি সম্পত্তি দখলের অপচেষ্টা আইন অনুযায়ী কঠোরভাবে দমন করা উচিত। স্থানীয় কৃষকদের দাবি, প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে সরকারি সম্পত্তি দখল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং এ ধরনের অপকর্মকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।
এই ঘটনার মাধ্যমে স্থানীয়রা আশা করছেন, প্রশাসন কঠোর অবস্থান নেবে এবং সরকারিভাবে পরিচালিত গুরুত্বপূর্ণ সম্পত্তিগুলো যেন স্থানীয় কৃষকদের সেবা দিয়ে যেতে পারে। সরকারি সম্পত্তির সুরক্ষা ও স্থানীয় কৃষকদের অধিকার রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন এলাকার সচেতন মহল।

Side banner