Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ঝিকরগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি নভেম্বর ৬, ২০২৪, ০৫:০৩ পিএম ঝিকরগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

যশোরের ঝিকরগাছায় ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রণোদনার আওতায় ৩ হাজার ৬ শত ৫০ জন কৃষককের মাঝে বিনামূল্যে রবি ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার (৫ নভেম্বার) সকালে উপজেলা কৃষি অফিস চত্তরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। 
উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে সরকারি প্রণোদনার আওতায় রবি মৌসুমে ৩হাজার ৬ শত ৫০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ২০০ জনকে এককেজি সরিষার বীজ, ১ শত ৭০ জনকে পাঁচ কেজি করে মসুর বীজ, ১ শত ৮০ জনকে ২০ কেজি করে গমের বীজ, ৪০ জনকে ২ কেজি করে ভুট্টার বীজ, ২০ জনকে ৮ কেজি করে খেসারির বীজ, ২০ জনকে ২ কেজি করে অড়হড়ের বীজ ও ২০জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজের বীজ দেয়া হচ্ছে। 
এছাড়া এসব কৃষকদের মধ্যে অড়হড়ের কৃষ কে ৫ কেজি ও বাকি সকল কৃষককে একই সাথে ১০ কেজি করে ডিএপি ও ১ কেজি করে এমওপি সার প্রদান হবে। 
৫ আগস্ট নতুন করে দেশ স্বাধীনের পর প্রথমবার বীজ ও সার পেয়ে মহা খুশি কৃষকরা।

Side banner