Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

কেশবপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 


দৈনিক পরিবার | নাজিম উদ্দীন, কেশবপুর (যশোর) প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৪, ১১:২০ পিএম কেশবপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে ২ হাজার ৮ শত ৮০ জন ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের চত্বরে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে প্রোণোদনা কর্মসূচি ২০২৪-২৫ অর্থ বছরে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা,  মসুর, খেসারি শীতকালীন পেঁয়াজ ও হড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 
উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।  এসময় ২ হাজার ৬ শত জন  কৃষকের মাঝে  সরিষার বীজ ও সার, ১১০ জোন কৃষকের মাঝে গম বীজ ও সার, ৩০ জন কৃষকের মাঝে  ভুট্টার বীজ ও সার,  ৮০ জন কৃষকের মাঝে মসুর ডাল বীজ ও সার, ২০ জন কৃষকের মাঝে শীতকালীন পেয়াজের বীজ ও সার, ২০ জন কৃষকের মাঝে আড়হড় বীজ ও সার এবং ২০ জন কৃষকের মাঝে খেসারি ডালের বীজ ও সার বিতরণ করা হয়। 
বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস।  

Side banner