Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

গোপালগঞ্জে বিনাধান ১৭ এর বাম্পার ফলন


দৈনিক পরিবার | গোপালগঞ্জ প্রতিনিধি অক্টোবর ২৯, ২০২৪, ০৭:৪৮ পিএম গোপালগঞ্জে বিনাধান ১৭ এর বাম্পার ফলন

গোপালগঞ্জে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনষ্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমনের জাত বিনাধান ১৭ এর বাম্পার ফলন হয়েছে। এর হেক্টরপ্রতি ফলন হয়েছে সাড়ে ৭ টন যা স্থানীয় অন্যান্য আমনের জাতের তুলনায় অনেক বেশি। 
মঙ্গলবার (২৯ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের কৃষক ফরহাদ হোসেনের জমির মাঠ দিবসে ফসল কর্তনে এ ফলন পাওয়া যায়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনষ্টিটিউট বিনার মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: কামরুজ্জামানের সভাপতিত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী ও ফার্ম ম্যানেজার মো: আলমগীর কবির বক্তব্য রাখেন। 
বক্তারা বলেন, বিনাধান ১৭ রোগবালাই সহিষ্ণু একটি উচ্চ ফলনশীল আমনের জাত। এই ধান চাষে কৃষকের সার ও সেচ কম লাগার পাশপাশি ফলন অনেক বেশি আসে। এর জীবনকাল কম হওয়ায় কৃষক ৩ ফসলী জমিকে ৪ ফসলী জমিতে রুপান্তর করতে পারে।

Side banner