আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের ১২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন চীন। শনিবার (১২ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আম বাগান পরিদর্শনে এসে এ আগ্রহ প্রকাশ করেছেন চীনের আমদানীকারক মিঃ শু ওয়েই। এসময় গোছানো আম বাগান দেখে পছন্দ করেন তারা। পরে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে আম গ্রেডিং, শটিং ও শোধন কেন্দ্রে পরিদর্শন করেছেন।
শিবগঞ্জ পৌর এলাকার আম চাষি আহসান হাবিব বলেন, আমার বাগান বিকেলে পরিদর্শন করেছেন চীনের একজন আমদানীকারক। দেখে বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেছেন। কোন মাধ্যেম ছাড়া সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হব।
আম চাষী ইসমাইল খান শামীম বলেন, চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আম বাগান পরিদর্শন করেছেন চীনা আমদানীকারক। তারা আমাদের কাছে আম কিনতে চাই। এভাবে আম রপ্তানি করতে পারলে চাঙ্গা হবে জেলার অর্থনীতি। লাভবান হব আমরা।
তিনি আরও বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশের রপ্তানিকারকরা ঢাকার স্থানীয় বাজারে আম কিনে রপ্তানি করে আসছে। এত ক্ষতিগ্রস্থ হচ্ছে চাষিরা। তাই খেয়াল রাখতে হবে চীনা আমদানিকারকরা যেন সরাসরি চাষিদের কাছে থেকে আম কেনেন।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, শনিবার বিকেলে চীনের একজন আমদানীকারক উপজেলার উদ্যোক্তা আহসান হাবিবেরসহ কয়েকটি আম বাগান পরিদর্শন করেছেন। তাদের ভাষ্য চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১ লাখ ২০ হাজার মেক্টিক টন চায়নাতে চাহিদা রয়েছে, প্রথম পর্যায়ে তারা ১০০০ টন এবং ভালো হলে পাঁচ হাজার টনসহ বিপুল পরিমাণ আম আমদানি (চায়নাতে রপ্তানি) করতে চায়। আমরা আশাবাদী। তাদের সব ধরছেন সহযোগীতা আমরা করব। এতে চাঙ্গা হবে জেলার অর্থনীতি। লাভবান হবেন চাষি।
আপনার মতামত লিখুন :