Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

বাঞ্ছারামপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত মার্চ ৪, ২০২৫, ০৩:৪২ পিএম বাঞ্ছারামপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার  (৪ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০০ জন কৃষকের মধ্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
প্রত্যেক কৃষক ১ কেজি উফশী তিলের বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পেয়েছেন। কৃষি সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা ও ফসল উৎপাদন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষকদের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Side banner