বগুড়া সোনাতলায় ভূট্টার বাম্পার ফলনে খুশিতে কৃষক। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা ক্ষেতের ভূট্টা তুলতে একেবারেই ব্যস্ত সময় পার করছেন। যদিও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন ভূট্টা চাষ পরিচর্যা সহ ভালো ফলনে উদ্বুদ্ধ করা হয়েছে।
ভুট্টা চাষীরা জানিয়েছেন, এবার ভুট্টার হয়েছে বাম্পার ফলন এবং বর্তমানে ধান, পাট, গম সহ আরো কিছু রবিশস্যের মধ্যে ভূট্টা অত্যন্ত লাভজনক ফসল। সে কারণে স্থানীয় কৃষকদের মাঝে ভুট্টা চাষে ব্যপক আগ্রহ বেড়েছে।
ভুট্টা চাষীরা আরো জানান, বাড়তি দামে ভুট্টা বিক্রি হওয়ায় বেশ ভালো মুনাফা আসবে ঘরে। এদিকে ভুট্টা ব্যবসায়ী ইদ্রিস আলী জানান, মাছ, শিশুখাদ্য, গোখাদ্য তৈরি সহ বিভিন্ন খাদ্যে সামগ্রীতে ভুট্টার রয়েছে ব্যপক চাহিদা। সে কারণে এবার মৌসুমের শুরুতেই স্থানীয় বাজারে চড়া দামে বেচাকেনা হচ্ছে ভুট্টা সেই সাথে কিনছে বিভিন্ন কোম্পানি।
এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এবার ৬শ ৩০হেক্টর ফসলি জমিতে ভুট্টা চাষ হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে ২শ ৫০হেক্টর বেশি।
ভালো ফলনের জন্য প্রতিনিয়ত কৃষকদের সবসময়ই পরামর্শ দেয়া হয়েছে। এবার কৃষকেরা নতুন কিছু হাইব্রিড জাতের ভুট্টা মাঠে রোপন করেছিলেন। জাতগুলো যুবরাজ, কাবেরী, বাদশা, তুফান, কমান্ড (১১১)।
উপজেলার পাকুল্লা ইউনিয়নের খাটিয়ামাড়ি রাধাকান্তপুর গ্রামের কৃষক মোঃ মুংলু প্রামানিক, পাকুল্যা বাজারের হোমিওপ্যাথি চিকিৎসক বিপুল চন্দ্র সাহা জানান, বিঘা প্রতি ৪০/৪৩ মণ হারে ভুট্টার ফলন হয়েছে। ৯৫০ টাকা থেকে ১০৫০ টাকায় প্রতিমণ ভুট্টা স্থানীয় বাজারে বেচাকেনা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সোহরাব হোসেন জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের এ মৌসুমে ভূট্টা চাষে সকল প্রকার সহযোগিতা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :