Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১

নানা আয়োজনে গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম জানুয়ারি ২০, ২০২৫, ১০:২৩ পিএম নানা আয়োজনে গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব সমাবেশ, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান, কুইজ ও রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও কারু পণ্য মেলা এবং নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজনে করে।
গাংনী উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা পায়রা উড়িয়ে ও ফিতা কেটে যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও কারু পণ্য মেলা এবং নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা যুব উদ্যোক্তা ও শিক্ষার্থীদের পিঠার স্টলগুলো পরিদর্শন করেন।
এছাড়া তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব সমাবেশ এবং উপজেলাব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় মশা নিধনে গাংনী বাজারে বিভিন্ন স্থানে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা এবং অপরিস্কার স্থানগুলি পরিষ্কার করা হয়। 
এদিকে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে উপজেলায় ২৪ টি বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অন্য দিকে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সাদ্দাম হোসেন, গাংনী থানা অফিসর ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, কৃষি অফিসার এমরান হোসেন, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে তারুণ্যের উৎসব ২০২৫-উদযাপন উপলক্ষ্যে ইতিমধ্যে গাংনীতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিতর্ক প্রতিযোগিতা, ছবি অঙ্কন প্রতিযোগিতা, ব্যাডমিন্টন, ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট, তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Side banner