Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১

৩১তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২৫, ১০:০৮ পিএম ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

৩১তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন শিবলীকে সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) তানভীর হাসান রুমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন এ কমিটি গঠিত হয়েছে।
এর আগে আংশিক কমিটি গঠিত হলেও বুধবার (১৫ জানুয়ারি) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সহ সভাপতি হলেন সরদার মোস্তফা শাহিন, আব্দুর রাফিউল আলম ও ফারহানা জাহান উপমা। যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, এস এম মন্জুরুল হক ও আতিক এস.বি. সাত্তার।
কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন বশির আহমেদ, সহ-কোষাধ্যক্ষ জেতী প্রু ও আলমগীর হোসাইন। সাংগঠনিক সম্পাদক সামিউল আমিন, সহসাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার রায়, খালিদ হাসান ও নাইমা আফরোজ ইমা।
দপ্তর সম্পাদক কায়সার খসরু, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, প্রকাশনা সম্পাদক হাসিব সরকার, কল্যাণ সম্পাদক সাইফুদ্দিন গিয়াস, ক্রীড়া সম্পাদক ফজলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক হোসাইন মো. আল মুজাহিদ শোয়েব, আইন সম্পাদক খালেদা রেখা, উন্নয়ন ও গবেষণা সম্পাদক মীর আলিফ রেজা, স্বাস্থ্য সম্পাদক এ কে এম সাইফুল আলম, আইসিটি সম্পাদক দেওয়ান মওদুদ আহমেদ ও কর্মসূচি সম্পাদক জাহিদ হাসান সিদ্দিকী।
এ ছাড়া কমিটির নির্বাহী সদস্যরা হলেন সায়েদ ইকবার, আবদুল ওয়ারেছ আনসারী, সাজিয়া আফরোজ, এস এম মুনিম লিংকন ও জিয়াউল হক মীর। 
এর আগে গত ৩০ ডিসেম্বর রাজধানীর ইস্কাটনে বিয়ামে সংগঠনটির সাধারণ সভায় আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Side banner