Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১

রাজবাড়ী জেলার শীর্ষ ৩ পদে নারী


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১৬, ২০২৫, ০৯:১৭ এএম রাজবাড়ী জেলার শীর্ষ ৩ পদে নারী

রাজবাড়ী জেলার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন তিন শীর্ষ প্রশাসনিক পদে নারী কর্মকর্তাদের উপস্থিতি। জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিনিয়র জেলা ও দায়রা জজ পদে নারী নেতৃত্ব গর্বিত করেছে জেলাবাসীকে।
গত সোমবার (১৩ জানুয়ারি) নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন সুলতানা আক্তার। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক ও ৬ষ্ঠ নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
জেলার পুলিশ বিভাগের নেতৃত্বে রয়েছেন মোছা. শামিমা পারভীন, যিনি ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য। গত বছরের ৮ সেপ্টেম্বর তিনি রাজবাড়ীর ৩২তম পুলিশ সুপার হিসেবে যোগ দেন। এর আগে তিনি রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজবাড়ীর বিচার বিভাগের শীর্ষ পদেও রয়েছেন নারী কর্মকর্তা। মোসাম্মৎ জাকিয়া পারভিন ১৭তম বিসিএস (বিচার) ক্যাডারের সদস্য এবং ২০২৩ সালের ২৪ এপ্রিল সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জেলার এই তিন শীর্ষ পদে নারীদের নেতৃত্বকে জেলাবাসী স্বাগত জানিয়েছে। তাদের নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করছেন সবাই।

Side banner