Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

ধামইরহাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন


দৈনিক পরিবার | ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানুয়ারি ১৩, ২০২৫, ০৬:০৯ পিএম ধামইরহাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। 
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ধামইরহাট সরকারি মফিজ উদ্দী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জগদল আদিবাসী স্কুল ও কলেজ,ধামইরহাট  সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও আগ্রাদ্বীগুন বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ জুনিয়র গ্রুপের ১৪টি ও সিনিয়র গ্রুপের ৫টিসহ ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে স্টল বসিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ. স্বপন কুমার বিশ্বাস, ধামইরহাট সরকারী এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ. ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন প্রমুখ। 
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Side banner