যশোরের ঝিকরগাছায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ৩ ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকারের নেতৃত্বে বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময়, ফার্মেসীতে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে হাসপাতালের সামনের সুমন ড্রাগ হাউস, মেসার্স শাহাজাহান ফার্মেসী ও মেসার্স জামাল ফার্মেসীকে ১০ হাজার টাকা করে জরিমানাসহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফার্মেসী মালিকদের বলেন, ঔষধ ব্যবসা একটি সেবামূলক কাজ। এখানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রেখে মানুষকে বিপদে ফেলা যাবেনা। এছাড়া প্রতিরাতে জনস্বার্থে হাসপাতালের সামনে একটা করে ফার্মেসী খোলা রাখার নির্দেশ দেন।
এসময় জেলা ঔষধ প্রশাসনের পক্ষে তৌহিদুজ্জামান, মহেশ্বর মন্ডল ও ঝিকরগাছা থানা পুলিশ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :