বরগুনার বেতাগীতে বিষখালী নদীর কোলঘেঁষে জেগে ওঠা রুহিতার চর পরিদর্শন করেছেন দুই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সরেজমিনে পরিদর্শনে যান। দুই উপজেলার মধ্যে বিষখালী নদীতে জেগে উঠা রুহিতার চরের মালিকানার বিষয় নিয়ে বেতাগী ও বামনা উপজেলা নির্বাহী অফিসারগণ সরজমিনে পরিদর্শনে আসেন।
এ সময় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নিকাত আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাইনুল ইসলাম খান, বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানা, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী, উপজেলা কৃষক দলের সভাপতি কাজী ইউসুফ আলী, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু ও বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার, সমকালের প্রতিনিধি আঃ সালাম ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :