Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

সরিষাবাড়ীতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানুয়ারি ৭, ২০২৫, ০৩:২৪ পিএম সরিষাবাড়ীতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মঙ্গলবার (৭ জানুয়ারি) পাঁচটি এলাকায় ৫৭৪ জন শীতার্ত গরিব মানুষের মধ্যে ওদের সাথে কথা বল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতার্ত গরিব মানুষের কথা চিন্তা করে উপজেলার পোগলদিঘা, কামরাবাদ,সাতপোয়া, চর সরিষাবাড়ী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও শিশু কল্যাণ বিদ্যালয়ে ৫৭৪টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির, পোগলদিঘা ইন্ডিয়ান যুবদলের সভাপতি সুমন ফকির প্রমুখ।
বগারপার গ্রামের আঙ্গুরি বেগম জানান, কম্বল পাইয়া বালাই হইলো এখন আর জারে কষ্ট করন লাগবো না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল বলেন, আজ পাঁচটি এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

Side banner