Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | অলিউর রহমান মেরাজ জানুয়ারি ৭, ২০২৫, ০২:০৯ পিএম নবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

দিনাজপুরের নবাবগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান। 
সভায় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে ও উপজেলা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ হোসেন আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক ও কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনারুল আজিম আনু ও জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোঃ সেলিম রেজা ও জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম ও উপজেলার শাখার সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম ও মোঃ মিলন বাবু ও নবাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা, শীতকালীন ক্রীড়া, পরিস্কার পরিচ্ছন্নতা, কর্মশালা, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, মশক নিধন ও জলাবদ্ধতা রোধসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।

Side banner