প্রধান অতিথি আসেননি তাই সাড়ে তিনঘণ্টা কনকনে শীতে শুধুমাত্র জার্সি পড়ে অপেক্ষা করতে হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আসা শতাধিক শিশুকে। এ নিয়ে শিক্ষক-অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আয়োজক ও একাধিক শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, সকাল ১০টায় যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের কথা ছিল জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামে। এর জন্য সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। এরপর জার্সি পড়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন শিক্ষার্থী-শিক্ষকরা। শীত আর কুয়াশার মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১১টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসক অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে বেলুন উড়িয়ে তিনি টুর্নামেন্টের উদ্বোধন করেন।
দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষার্থীরা জানায়, ভোরে বাসে উঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছেছি। তখন থেকে জার্সি পড়ে দাঁড়িয়ে রয়েছি। মাইকে কিছুক্ষণ পরপর স্যাররা বলছেন, একটু পরেই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
খেলার মাঠে উপস্থিত এক শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, শীতে শিশুরা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে ৮টায় এসেছি। কিন্তু যথারীতি সময়ে খেলার শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পেয়েছে বাচ্চারা।
টুর্নামেন্টের আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, শীত উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থীরা মাঠে এসেছে। তবে শীত ও কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য নির্ধারিত সময়ে উদ্বোধন সম্ভব হয়নি। আর মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টিও সঠিক নয়।
আপনার মতামত লিখুন :