ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান'র সভাপতিত্বে রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মো. শামীমুজ্জামান, মো. রায়হানুল হক মিআ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চিকিৎসা, চোরাচালান, মাদক দ্রব্য, রাসায়নিক সার, চুরি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজিবির কমান্ডার বলেন, বর্ডার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
৪নং ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বলেন, বর্তমানে হরিপুর উপজেলায় সার সংকট রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কৃষি কর্মকর্তা ও ইউএনও স্যারের সহযোগিতা কামনা করেছেন।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :