Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

হরিপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ‎গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি ডিসেম্বর ২৯, ২০২৪, ০১:৫৪ পিএম হরিপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান'র সভাপতিত্বে রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
‎উক্ত সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ মো. শামীমুজ্জামান, মো. রায়হানুল হক মিআ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডারগণ এবং আইন শৃঙ্খলা কমিটির  সদস্যগণ।
‎উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চিকিৎসা, চোরাচালান, মাদক দ্রব্য, রাসায়নিক সার, চুরি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
‎বিজিবির কমান্ডার বলেন, বর্ডার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  
৪নং ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বলেন, বর্তমানে হরিপুর উপজেলায় সার সংকট রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কৃষি কর্মকর্তা ও ইউএনও স্যারের সহযোগিতা কামনা করেছেন।
‎আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Side banner