যশোরের ঝিকরগাছায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলা মোড়ে বিজয়স্তম্ভের সামনে মানববন্ধন করা হয়।
'কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, উপসচিব পদে সকল কোটার অবসান চাই ও জনবান্ধব সিভিল সার্ভিস চাই' এই শ্লোগানে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান, মেডিকেল কর্মকর্তা ডা. হাসান আরিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিমা আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এই মানববন্ধন করা হয়। আমরা সকল বৈষম্য নিরসনের অবসান চাই।
আপনার মতামত লিখুন :