নীলফামারীর ডোমার উপজেলার সকল উন্নয়নমূলক কার্যক্রমের পর্যালোচনা, স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠেরর সাংস্কৃতিক মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, জাতীয় নাগরিক কমিটির সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন, সহ-সমন্বয়ক সাম সজিব, ডোমারের বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহির মুহাম্মদ মিলন, মোঃ শরীফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, শীতবস্ত্র বিতরণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপস্থিত হওয়ার কথা থাকলেও সচিবালয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারী থেকেই ফেরত যান তিনি। এর আগে, বুধবার পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে জেলার জলঢাকায় শীতবস্ত্র করেছিলেন।
আপনার মতামত লিখুন :