পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল হাসানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাহবুবুল হাসানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
জানা গেছে, এসিল্যান্ড মাহবুবুল হাসান উচ্চ শিক্ষার জন্য স্কলারশীপ পেয়ে অস্ট্রিলিয়ায় যাচ্ছেন। এ জন্য সহকারি কমিশনার (ভূমি) হতে ইস্তফা দিয়ে উচ্চ শিক্ষার জন্যই বিদায় নিলেন। গত বছর জুলাইতে তেঁতুলিয়া উপজেলা সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন। প্রায় দেড় বছর এ উপজেলায় ভূমি প্রশাসনে দায়িত্ব পালন করলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার এনায়েত কবীর, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদত হোসেন রঞ্জু, নারী নেত্রী সুলতানা রাজিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক বিপ্লব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক (সবুজ), প্রেসক্লাবের আহবায়ক জাবেদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, বিএনপির বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিশেষ ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :