কুষ্টিয়ার খোকসা পৌর এলাকায় ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে ১ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে খোকসা বাজারে প্রধান সড়ক দখল মুক্ত করতে এ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।
ভ্রাম্যমান আদালতে সহযোগীতাকারী উপজেলা ভূমি অফিসের পেশকার লোকমান আলী জানান, এর আগেও এই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল উনি কথা শোনেননি। প্রধান সড়কের কিছু ব্যবসায়ী তাদের দোকানের সামনে রাস্তায় মালামাল রেখে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। এতে স্বাভাবিক জীন যাত্রা ব্যহত হচ্ছিল।
সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দখলদার ব্যবসায়ীকে জরিমানা করেন। বর্ষণ ইলেকট্রনিক্স কে এক হাজার টাকা জরিমানা করেন এবং কিছু দোকানের অবৈধভাবে রাস্তার উপর মালামাল রাখায় পৌরসভার বর্জ্য সংগ্রহ গাড়িতে কিছু মালামাল উঠিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পরে মালামাল দোকানদারকে আবার ফেরত দিয়ে সতর্ক করে দেন।
আপনার মতামত লিখুন :