Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরিষাবাড়ীর নবাগত ইউএনও অরুণ কৃষ্ণ পালের বরুণ অনুষ্ঠান 


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:০৭ পিএম সরিষাবাড়ীর নবাগত ইউএনও অরুণ কৃষ্ণ পালের বরুণ অনুষ্ঠান 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পালের বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অরুন কৃষ্ণ পাল দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ৩৫তম বিসিএসে সরকারি কর্মকর্তা হিসেবে চাকুরীতে যোগদান করেন। 
সরিষাবাড়ী ইউএনও হিসেবে যোগদান এর পূর্বে তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, প্রানিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, মহিলা বিষয় কর্মকর্তা শায়লা নাজনীন, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

Side banner