প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা, চাকরি মেলায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক, জেলা ওয়েল ফেয়ার সেন্টারের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, অনুষ্ঠান সঞ্চালনা করেন লক্ষ্মীপুর টিটিসির চিফ ইনসট্রাক্টর আরিফুর রহমান সোহেল।
উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ সোহেল হোসেন, উপ সহকারী পরিচালক ডিমডি নাজিব উল্যাহ, ব্র্যাকের জেলা সমন্বয়ক অরুন কুমার দাস, জেমসের জেলা সম্বনয়ক রাশেদ আলম।
আলোচনা সভার পূর্বে র্যালী অনুষ্ঠিত হয়, র্যালীটি খিলবাইছা মাছিম নগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে রেমিট্যান্স যোদ্ধাসহ ১০ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :