Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
উপজেলা প্রশাসনের উদ্যোগে

সৈয়দপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


দৈনিক পরিবার | মো. মারুফ হোসেন লিয়ন ডিসেম্বর ১৮, ২০২৪, ০৯:২১ পিএম সৈয়দপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে। 
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর উপজেলার, ১ নং কামারপুকুর ইউনিয়ন পরিষদ দ্বিতীয় পর্যায়ে ৩০০ জন অসহায় শীতার্তদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম জানান, শীতের প্রকোপে সমাজের অসহায় দুস্থ মানুষের কষ্ট হচ্ছে। শীতার্ত কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ বলেন, পর্যায়ক্রমে আরও কম্বল বিতরণ করা হবে। 
কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, আমাদের এলাকায় গরীব অসহায় ও দরিদ্র ঘরের সন্তান রয়েছে। শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার মতো এসব হতদরিদ্র গরিবদের পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র নাই। উপজেলা প্রশাসনের দেওয়া কম্বলে তাদের অনেক উপকার হবে। 
এসময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ, ১ নং কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক সৈয়দপুর উপজেলা শাখা ব্যবস্থাপক, দেবাশীষ কুমার রায়, মো. আনিসুল ইসলাম, কার্য সহকারী (পি আই ও) ,১,২,ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ মোসলেমা বেগম, ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ সাবিয়া খাতুন, মোঃ জাহিদুল হক ৪ নং ওয়ার্ড মেম্বার, ১ নং কামারপুকুর ইউনিয়ন সচিব মোঃ রশিদুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Side banner