পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবস টি উপলক্ষে সোমবার প্রত্যুষে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, আইনজীবী সমিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পানি উন্নয়ন বোর্ড, সোনালী ব্যাংক, বনানী সংঘ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিভার্সাল এডাস স্কুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতিসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলা (চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) 'র আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান স্টলের মাধ্যমে তাদের কার্যক্রম ও উৎপাদিত পন্য প্রদর্শন করে। সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১ টায় বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান এবং বিকাল সাড়ে ৩ টায় সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে দিনব্যাপী নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানার ওসি সবজেল হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, আইনজীবী সমিতির সভাপতি জিএম আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :