Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৮ মার্চ, ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩১

মানিকগঞ্জে বিজয় দিবস উপলক্ষে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন


দৈনিক পরিবার | মো: আজহার হোসেন ডিসেম্বর ১৭, ২০২৪, ০৮:৪৯ এএম মানিকগঞ্জে বিজয় দিবস উপলক্ষে শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন

আজ ১৬ই ডিসেম্বর। মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। ভোর সাড়ে ৬ টায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী সহ প্রশাসনে কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 
সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি জেনারেল মো: আতিকুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবা-উল- সাবেরিন সহ  প্রশাসনে কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। 
পরে বীরমুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার  হোসেন মোল্লা, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল  আব্দুল বাছিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার। 
সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের জেলার নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধা দল, বাংলাদেশ প্রেসক্লাবের মানিকগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক এডভোকেট আবুল হোসেন, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মো: আজহার হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সদস্য সচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম সহ প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন। 
সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে মানিকগঞ্জ সরকারী হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক। 
পরে বিকেল চারটায় মিরাজ তপন স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।  

Side banner