Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

বড়লেখায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা


দৈনিক পরিবার | আশফাক আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:১৯ পিএম বড়লেখায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের মর্মান্তক এক দিন। বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার এ দিন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইয়ূম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Side banner