Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

ঝিকরগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৪, ০৬:১৪ পিএম ঝিকরগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। 
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, বিআরডিবি অফিসার মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলীম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, শিক্ষা অফিসার সেহেলি ফেরদৌস, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি আব্দুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা, আনসার ভিডিপি অফিসার আব্দুল খালেক, সম্মিলনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিনাল দত্ত, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Side banner