Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

সোনাতলায় শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ


দৈনিক পরিবার | বিকাশ স্বর্ণকার, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০২৪, ০৫:৪৩ পিএম সোনাতলায় শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ

বগুড়ার সোনাতলায় শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় উপজেলা প্রসাশন আয়োজনে পরিষদের মিনি হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পুর্বে শহীদ মিনারে উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক। পরে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি। 
এ সময়ে বক্তব্য রাখেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমুখ। 
বক্তারা বলেন, আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১সালের এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। 
এ সময়ে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, হিসাব রক্ষন কর্মকর্তা রুহুল আমিন, আনছার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোনতেজার রহমান, ইউনুস মোল্লা, আব্দুল গফুর মন্ডল, মোহাম্মদ আলী তারা, রাজু আহমেদ, মতিয়ার রহমান, খালেক উদ্দিন, আব্দুল বাকী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
এছাড়াও সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এতে উপস্থিত ছিলেন।

Side banner