Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

গঙ্গাচড়ায় নবাগত ইউএনওর সাথে গণমানুষের মতবিনিময়


দৈনিক পরিবার | আফফান হোসাইন আজমীর ডিসেম্বর ১১, ২০২৪, ০৬:১৭ পিএম গঙ্গাচড়ায় নবাগত ইউএনওর সাথে গণমানুষের মতবিনিময়

রংপুরের গঙ্গাচড়ায় নবাগত ইউএনও মাহমুদ হাসান মৃধা'র সাথে উপজেলার বিভিন্ন পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী, ওসি আল এমরান, উপজেলার মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আলেম-ওলামাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 
এসময় নবাগত ইউএনও উপস্থিত বিভিন্ন পেশার মানুষের কাছে, উপজেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন, পরে তিনি সবাইকে সাথে নিয়ে তার সাধ্যমত চেষ্টার মাধ্যমে গঙ্গাচড়ার সব সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।

Side banner